শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : এ-বাজারে

এ-বাজারে !
বন্ধু পাওয়া মোটেই সহজ নয় ,
বন্ধু নামেই করছে  জগৎ লয় ।
সবার মনেই আছে অনেক আশা ,
খুঁজছে সবাই একটু ভালোবাসা।
সকাল হতেই চড়কি বাজির মতো ,
ঘুরতে গিয়ে বাড়ায় মনের ক্ষত ।
পেটের খাদ‍্য যোগাড় হলে পরে ,
জমিয়ে রাখার স্বপ্ন ঘাড়ে চড়ে ।
দিনের শেষে সাঁঝ বেলাতে এসে ,
ব‍্যর্থ আশা বেড়ায় মনে ভেসে ।
একটা কথা সবাই ভুলে গেছো
নিজের কাছে প্রশ্ন করে দেখো ।
স্বার্থ ছাড়া কেউ চলেনা কেন ,
ধনের কাছে বিকিয়ে গেছে যেন ।
বন্ধু তবু সবাই পেতে চায় ,
অর্থ ছাড়া বন্ধু পাওয়া দায় ।

© Copyright শ‍্যামল মন্ডল

Previous
Next Post »