শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা: গল্পগরু

গল্প-গরু
*********
শ‍্যামল মন্ডল
************
গল্প-গরু উঠছে গাছে
                 ছাগলে খায় পাতা ,
ডাইনে বাঁয়ে ঘুরছে সবে
                পায়-না খুঁজে ছাতা ।
মারলে দ-ুঘা ভূত'ই পালাবে
                   সবার'ই তা জানা ,
সেই ভয়েতে গল্প-গরু
              উড়লো মেলে ডানা ।
ভেড়ার দলে ভ‍্যাঁ-ভ‍্যাঁ ক'রে
                  ভয়ের ঠ‍্যালায় মরে ,
হয় তো যদি ভাঙা ঘরের 
                   মটকা ভেঙে পরে ।
রাস্তা দিয়ে পাগলা দাশু
                  ভাবছে যেতে-যেতে ,
খাদ‍্য যোগায় চাষি তবু
                 পায়-না কেন খেতে ।

-শ‍্যামল মন্ডল

Previous
Next Post »