শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : মানব ধর্ম

মানব ধর্ম
*********
শ‍্যামল মন্ডল
*************
জাত-বিজাতে মারলে কুঠার
                     বাঁচবে মানব ধর্ম'টা ,
পাগড়ি দাড়ি পড়লে খ'সে
                    থাকবে প'ড়ে কর্ম'টা ।
পঁচন ধরে গন্ধ হ'লে 
               ভালোই সে-তো মন্দ-কী ,
নোংরা মন'ই অন্ধকারে
                    থাকবে পড়ে বন্ধকী ।
জাত'কে ছুঁলে জাত হারাবে
                    চলছে আজব মন্ত্রণা ,
শুনছে না কেউ মনের কথা
                বাড়ছে জাতির যন্ত্রণা ।
হৃদ মাঝারে ময়লা ভ'রে
                        রাখবে কতো-কাল,
ঝাড়ন দিয়ে সাফাই ক'রে
                      ফেরাও ঘরের হাল ।
জাত-বিজাতের হিংসা ভুলে
                  জানলে মানব ধর্ম'কে ,
মানব জাতি  ধন‍্য হবে'ই
                    পালন ক'রে কর্ম'কে ।

-শ‍্যামল মন্ডল

Previous
Next Post »