শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : পদ‍্য

পদ‍্য
***
শ‍্যামল মন্ডল
*************
১৮/০১/২০১৯
*************
আসলে কি জানেন !
ছন্দ ছাড়া হয় না লেখা
                          একথা কি মানেন ?
গদ‍্যে চলা জীবন পথে
                         পায় না খুঁজে ছন্দ !!
ছন্দ ছাড়া জীবনটা যে
                         থাকেই নিছক মন্দ ।
ঘূণ-ধরা এ সমাজে আজ
                        রাংতা ঝালাই চাই ,
সেই কারনেই ছন্দ দিয়ে
                            পদ‍্য লিখে যাই ।
শিশুর কাছে ছড়ার মজা
                         পদ‍্যে তরুন রাঙা ,
গদ‍্য ছাড়া কোনো ভাবেই
                     যায় কি তারে ভাঙা ?
গদ‍্য হ'লো সাগর-সম'
                       ঢেউয়ের মন্দ-মতি ,
ছন্দে চলে জীবন যেমন !
                         ছন্দে নদীর গতি !!
যতই ব‍্যথা থাকুক মনে
                         থাকুক অভিমান ,
ছন্দ দিয়েই কথার বাঁধন
                          ছন্দ সু্রের তান ।

Previous
Next Post »