শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : মৎস‍্যজীবী

মৎস‍্যজীবি
**********
শ‍্যামল মন্ডল
************

শীত আসে না শীতের কালে
                        মৎস‍্যজীবির ঘরে ,
তাই তো তারা সাত-সকালে
                         জলে নেমে পড়ে ।
ছেঁড়া জালের ফাঁক টা গলে
                         মাছ বেড়িয়ে যায় ,
তার পরেও যদি কিছু
                      জালেই থেকে যায় ।
তাতেই ওরা খুশি হয়ে
                   করছে বাজার-জাত ,
ছোট ছোট কুঁড়ে ঘরে
                  যোগায় পেটের ভাত ।
হাড় কাঁপানো ঠাণ্ডা টা কেও
                         পায় না ওরা ভয় ,
পেটের টানে সকল বাঁধা
                         করছে ওরা জয় ।

Previous
Next Post »