শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : মিঠে রোদ

মিঠে রোদ
**********
শ‍্যামল মন্ডল
************
০৮/০১/২০১৯
**************
উদয় হবে ঊষার আলো  ,
          রাত্রি শেষে মুছবে কালো ,
                         হোক না শিশির ঢাকা ।
মিষ্টি রোদে সিক্ত হবে ,
          শিশির বিন্দু রিক্ত হবে ,
                           ঝরবে গাছের পাতা ।
ঊষার আলো জ্বালিয়ে দিল ,
          সকল আঁধার ঘুচিয়ে দিল  ,
                       যায়-না যে আর থাকা ।
শীত সকালের রোদ্দুরে
          মনটা হ'লো ফুরফুরে ,
                             চলছে মনের চাকা ।
নানা ফুলের গন্ধ এসে ,
          মনটা কোথায় যায় ভেসে ,
                              যায়-না ধরে রাখা ।
হাওয়ার দোলায় শিশির ঝরে
         পাখপাখালি কূজন করে ,
                             উড়ায় রঙিন পাখা ।
আকাশ হ'তে সৃজন ডালায়
          মিষ্টি রোদের সোহাগ ঝরায়
                               জগৎ ছবি আঁকা।
 

    -শ‍্যামল মন্ডল

Previous
Next Post »