শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : আগামীর স্বপ্ন

আগামীর স্বপ্ন/
শ‍্যামল মন্ডল
*************
প্রজাতন্ত্র দিবসে স্মরণ করি
                            সেই সব মহাবীর ,
যাদের লড়াইয়ে আমরা হয়েছি    
                                     উন্নত-শীর ।
শত-শত বীরের রক্তে রাঙানো    
                          পেয়েছি স্বাধীনতা ,
তাঁদের স্বপ্ন সফল করবো
                      মানবো না অধীনতা ।
নানান বর্ণে নানান ধর্মে
                  মিলেমিশে থাকা যায় ,
আমার ভারতের সহনশীলতা
                     বিশ্বকে পথ দেখায় ।
দেশ-গঠনে কাঁধে-কাঁধ রেখে   
                         থেকে পাশাপাশি ,
বন্দে মা তরম পূজনে মাতম
                      আমরা ভারতবাসী ।
স্বপ্ন সফল হয়নি এখনো
                 জানি না কবে তা' হবে !
বসতহীন আর অনাহারী'কে
                     খাদ‍্য জোগাবে কবে !
চলেছে এখনো জাতের লড়াই
                         ভেদা-ভেদ অচ্ছূত ,
স্বাধীন ভারতের স্বপ্ন সফলে
                    সত‍্যিই এ যেন অদ্ভুত ।

©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »