শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : নেতাজী

নেতাজী
শ‍্যামল মন্ডল
২৫/০১/২০১৯
**************
ঘিরে আছে পুরো দেশ
                          আঁধারের রাত ,
ফিরে আসো নেতাজী
                        তুলে ধরো হাত ।
সময়ের সাথে সব
                         হয়েছে যে পর ,
শত কোটি নাগরিক
                       ভাঙা কুঁড়ে ঘর ।
অনাহারে পথ-শিশু
                     থাকে পথে ঘাটে ,
পুঁজিপতি শুয়ে থাকে
                 সোনা বাঁধা খাট-এ ।
ঘুষ-খোর ব'সে আছে
                      ওৎ পেতে আজ ,
চশমায় চোখ ঢাকা
                       নেই কোন লাজ ।
গরিব শোষিত  হয়
                          ধনীদের হাতে ,
ফসল ফলিয়েও চাষি
                      মরে পেটে-ভাতে ।
বেকার যুবক পথে
                    কেউ তো দেখে না ,
কেরানীর চাকরিও তো 
                      একটা জোটে না !
তাই তুমি নেতাজী
                ফিরে এসো শিগগির ,
তুলে ধরো হাত
                   ভাঙো এই জায়গীর ।
              ©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »