শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : সদিচ্ছা

সদিচ্ছা
*******
শ‍্যামল মন্ডল
************
০৩/০১/২০১৯
*************
শহর জুড়ে চলছে গাড়ি
                      ছাড়ছে কালো ধোঁয়া , 
নিঃশ্বাসে বুক ভরছে কালি
                     যায় না যে তা' ধোয়া ।
কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ
                          হচ্ছে বাতাস ভারি ,
কিনলে গাড়ি দূষণরোধী 
                        বাঁচতে সবাই পারি ।

যেথায় সেথায় নোংরা ফেলে
                    চলছে যে-যার মতো ,
রোগের বাহক মশা-মাছি
                         বাড়ছে অবিরত ।
নোংরা গুলো নালায় জমে
                     জলের নিকাশ বন্ধ ,
বৃষ্টি হলেই শহর যেন
                  নোংরা জলের খন্দ ।
ময়লা ফেলার জায়গা গুলো
                      খালিই পড়ে থাকে ,
শিক্ষিত সব থাকতে বাবু
                    বোঝাই বলো কাকে !

পথ হারানো পথের শিশু
                        ভিক্ষা যখন চায় ,
কেউ বোঝে না সেই শিশুটি
                ধুঁকছে কোন জ্বালায় ।
একটি টাকার মূল‍্য তখন
                        হাজার টাকা হয় ,
পথের শিশু পথেই থেকে
                         ভিক্ষু হয়েই রয় ।
এক পাড়াতে একটি শিশু
                         পালন করা হ'লে ,
শিশুর থেকে অনাথ নামটা
                      যাবেই তখন চলে ।

     ©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »