শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : পৌষালী

পৌষালী
*******
শ‍্যামল মন্ডল
************
পৌষ সংক্রান্তি
*************
শীতের রাতে বেড়ার ফাঁকে
                    ঢুকছে বাতাস ঘরে ,
ছেঁড়া কাঁথায় শীত মানে না
                  কাঁথায় শিশির ঝরে ।
পৌষ-মাঘের এই শীতের কামড়
                           সহ‍্য করে যাই ,
বাবুর বাড়ির দালান কোঠা
                    ভাগ‍্যে লেখা নাই ।
পৌষ-পাবনের পিঠে-পুলি
                     রসের পায়েস খাও ,
সন্তানেরা চায় যে খেতে
                    একটু ওদের দাও ।
না যদি দাও চাই না খেতে
                      কপাল গুণে মন্দ ,
গরিব হলেও ভরাবে মন
                   দুধেল পিঠের গন্ধ ।

Previous
Next Post »