শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বিণাপাণী পূজা

বীণাপানি পূজা
👫👫👫👫👫
শ‍্যামল মন্ডল
👸👸👸👸
১৭/০১/২০১৮
*************
পলাশে রং ধরেছে
                     লাল পলাশের বনে ,
বীনাতে তান উঠেছে
                       ছাত্র-ছাত্রীর মনে ।
শ্বেতবসনে সাজবে সবাই
                 মায়ের আশিষ পেতে ।
মায়ের পুজোয় সারাদিন
                  থাকবে সবাই মেতে ।
সাত-সকালে ফুল
               খুঁজবে ফুলের বাগানে ,
কেউ আবার তুলবে
               লাল পলাশের বাগানে ।
গায়ে হলুদ মেখে
                      গঙ্গা স্নানের শেষে ,
বিদ‍্যালয়ের পুজোয়
                    থাকবে নতুন বেশে ।
স্লেট খড়ি পেন্সিলে
                        নতুন হাতে-খড়িতে ,
সাঙ্গ হবে পুজো
                     যজ্ঞ আর অঞ্জলীতে ।
মন্ডপ হতে মন্ডপে
                     গলির থেকে গলিতে ,
কার্তিক রুপে কিশোর
        আর  কিশোরী বীণাপানিতে ।
ভাই-বোনেরা মিলে
                       রূপ ধরেছে হাজার ,
সবাই বাঁধে প্রেম
                        সখ‍্যতারই বাহার ।।

Previous
Next Post »