শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : মেঠো গাঁ

মেঠো গাঁ
********
শ‍্যামল মন্ডল
************
১০/০১/২০১৯
*************
জন্ম আমার মেঠো গাঁ'য়ে
                         সেথায় বেড়ে ওঠা ,
খড়-বিচালির ছাউনি ঘরে
                  নাই -যে দালান-কোঠা ।
শীত পড়েছে আমার গা'য়ে
                            সবাই জড়-সড় ,
বাচ্ছা বুড়ো জোয়ান সবাই
                          কাঁপছে থর-থর ।
ছোট নদী এঁকে-বেঁকে
                     চলছে গা'য়ের পাশে ,
শুকনো নদীর ফল্গু-ধারা
                       ভরছে সবুজ ঘাসে ।
ঘরের পাশে পুকুর জলে
                         নানান ছবি আঁকে ,
পদ্ম-শালুক শুকিয়ে গেছে
                        পদ্ম-দীঘির পাঁকে ।
জলের আশায় গা'য়ের বধু
                       কাঁখে কলসী নিয়ে ,
কলতলাতে রাখছে সবাই
                      কলসী সারি দিয়ে ।
সর্ষে ফুলে মাঠ ভরেছে
                          বন্ধ চাষির হাল ,
রাখাল ছেলে চলছে মাঠে
                        সঙ্গে গরুর পাল ।
জমিন ফেটে ঘাস শুকিয়ে
                      মাঠ হয়েছে ন‍্যাড়া ,
নদীর চরায় চড়ছে গরু
                  চড়ছে ছাগল ভেড়া ।
আমার গাঁ-যে জ্বলছে এখন
                    মিষ্টি রোদের তাপে ,
জল হারিয়ে জলের'ই তল
                  গাঁয়ের সবাই মাপে ।

     ©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »