শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : 2018

2018 : শুরুটা তার ভালোই ছিল   
                        চলছিল দিন বেশ ,
আশা'তে বুক বাঁধাই ছিল
                       ক'দিনেই তা' শেষ ।
একটা ছেড়ে একটা ধরে 
                          লাভের মূলে বাঁশ ,
গড়ার চেয়ে ভাঙলো বেশি
                          করলো সর্বনাশ ।
শীতের যতো বস্ত্র ছিল
                        করতে গরম বুক ,
বসন্তে তা' কেড়ে নিল
                   ভাঙলো সকল সুখ ।
চৈত-বৈশাখে দৈত‍্য এসে
                   উড়িয়ে ধুলোর ঝড় ,
ভাঙলো কত গাছগাছালী
                    ভাঙলো কতো ঘর ।
ঝড়-বাদলে জৈষ্ঠ আষাঢ়
                  ভাসলো বানের জলে ,
বছরটা যে এমনি ক'রেই
                      যাচ্ছে এবার চ'লে ।
সুযোগ বুঝে করলো চোরে
                     আমার-ই সই জাল ,
লুঠ করে কেউ পড়লো সড়ে
                        লক্ষ টাকার মাল ।

       - শ‍্যামল মন্ডল

Previous
Next Post »