শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : সর্ষেফুল

সর্ষে ফুল
*********
শ‍্যামল মন্ডল
২৮/১২/২০১৮
**************
ঊষার আলোয় সর্ষে ক্ষেতে
                     শিশির ভেজা ঘাসে ,
মিষ্টি রোদে শীতের সকাল
                     মন জুড়িয়ে হাসে ।
সর্ষে ফুলের হলুদ বরণ
                   উড়িয়ে মনের ভেলা ,
ক্ষেত-খামারে চলছে অবাধ
                      মৌ হরণের মেলা ।
মৌমাছিরা আসছে উড়ে
                   ফুলের মধু খেতে ,
তিতলিরা সব বধুর সাজে
                 উড়ছে আঁচল পেতে ।
গাছের পাতা সর্ষে ডগা
                     শিশির রেখায় হাটি ,
সর্ষে ফুলের পাঁপড়ি ঝরা
                     সোনার বরণ মাটি ।
সুর্য রাঙায় আগুন রঙে
                      সবুজ পাতার দাগ ,
সর্ষে ক্ষেতে আল-বেলাতে
                       জানায় অস্তরাগ ।

Previous
Next Post »