শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

স্মৃতি

স্মৃতি
*****
শ‍্যামল মন্ডল
***********
আজো কেন ম'নে প'ড়ে
                         সেই ছোটবেলা ,
একসাথে মিলে মিশে
                     হ'তো নানা খেলা ।
কাপড়ের গোলা দিয়ে
                           হ'তো ফুটবল ,
তাই নিয়ে খেলা ছিলো
                          সেকালের চল ।
দশ খানি খোপ কেটে
                        মাঝে তার দাঁড়ি ,
গাদ্দির খেলা শেষে
                         ফিরতাম বাড়ি ।
কবাডির মাঠে হ'তো
                            হাডুডুর গীতে ,
ভলীবল খেলা হ'তো
                           এই ভরা শীতে ।
ভরা গাঙে মাঝে গিয়ে
                         ঊজানে সাঁতার ,
ধরা প'রে মাঝে-মাঝে
                       খেতে হ'তো মার ।
ছেলে-মেয়ে দল বেধে
                          এক সাথে স্কুল ,
মিলে মিশে পথে যেন
                            বাগানের ফুল ।
লেখা-পড়া করে যাওয়া
                             রোজ রুটিনে ,
মুড়ি আর আলু ভাজা
                        খাওয়া টিফিনে ।
এই ভাবে ছোটবেলা
                       গেল যে কোথায় ,
সূর্য'ও পাট এ গিয়ে
                   লাল আভা ফোটায়।
©শ‍্যামল মন্ডল , শিরণ পত্রিকা , বাংলাদেশ , ফেব্রুয়ারী ২০১৯ সংখ‍্যা

Previous
Next Post »