শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : পলিথিন

পলিথিন
*******
শ‍্যামল মন্ডল
************
১৩/০১/২০১৯
************
পলিথিনে হাট বাজার
                         করছে সুধীজন ,
হালকা ওজন ফ‍্যাশনে
                      মেটায় প্রয়োজন ।
যেথায় সেথায় উড়ছে হাওয়ায়   
                       পলিথিনের থলি ,
নিকাশ নালায় জমছে গিয়ে
                 ভরছে বাজার গলি ।
বর্ষা হ'লেই টের পাওয়া যায়
                        কেমন পলিথিন ,
জল নিকাশি বন্ধ হয়ে
                     আসে বানের দিন ।
ধিরে ধিরে পড়ে গিয়ে
                  পাশের ফসল ক্ষেতে ,
সেই পলিথিন গাছের শিকড়
                     ভরে নিজের পেটে ।

এমন জিনিস যে বানালো
                            ধন‍্য বলি তারে ,
লক্ষ বছর থাকবে ধরায়
                      টিকবে ধারে ভারে ।
©শ‍্যামল মন্ডল

অন‍্য মধুকর পত্রিকা ফেব্রুয়ারী ২০১৯

Previous
Next Post »