শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : সমাজের দায়

সমাজের দায়
*************
শ‍্যামল মন্ডল
************
ছোট্ট শিশু কৈশোর ছেড়ে     
                      যৌবনের'ই  দ্বারে ,
মদ-মাদকের কাঁকড়া বিছে
                  হুল ফোটাতে পারে ।
তাই সামলে রাখো তারে ।

উঠতি বয়স বলেই তাদের
                    পাকে নাই যে বুদ্ধি ,
বাবা - মায়ের শিক্ষা পেলে
                     হবেই তারা শুদ্ধি ।
তাই আগলে রাখো তারে ।

সমাজটা আজ বিকিয়ে গেছে 
                             স্বার্থ গরিমায় ,
পরের ছেলে শাসন ক‍রা
                     নেই সমাজের দায় ।
তাই সামলে রাখো তারে ।

একটা কথা ভুলছে সবাই
                       ভাবছে যাকে পর ,
দুদিন পরে তোমার ছেলেও
                      গড়বে নকল গড় ।
তাই ভাবছো কাকে পর ?

পরের ছেলে করলে শাসন
                    সমাজ বদলে যাবে ,
তোমার ছেলেও পরের কাছে
                    এক'ই শাসন পাবে ।
তাই কেউ কারো নয় পর ।
   ©শ‍্যামল মন্ডল

Previous
Next Post »