শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বুড়ি

বুড়ি
****
শ‍্যামল মন্ডল
************
০৫/০১/২০১৯
*************
শীতে কাঁপে ঠকঠক
                          হাটু ভাঙা বুড়ি ,
সারাদিন বসে থাকে
                        দিয়ে কাঁথামুড়ি ।
চশমা দেয়নি তাই
                     চোখেও দ‍্যাখে না ,
সুঁই সুতো হাত-ছাড়া
                        কখনই করে না ।
সুঁই সুতো টেনে টেনে
                      কাঁথা করে নকশা ,
ঠাণ্ডায় কাঁপা হাতে
                     সুঁই ভেঙে একশা ।
পান খাওয়া লাল ঠোটে
                       তোবড়ানো গাল ,
রেগে টং হয়ে গেলে
                         দেয় গালাগাল ।
সুতোটাকে বলে দেয়
                        শয়তান মিনসে ,
সুঁই শুধু তাঁর সাথে
                      করে যায় হিংসে ।
বক-বক করে যায়
                  কেউ কথা শোনে না ,
ছেলে-বউ নাতি কেউ
                      ফিরেও দ‍্যাখে না ।
ব'সে তাই এক মনে
                          স্মৃতির ভাষাতে ,
সুখ দুখ এঁকে যায়
                    নকশায় কাথা'তে ।
                  
    -শ‍্যামল মন্ডল

Previous
Next Post »