শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা: শীত বলে যাই

শীত বলে যাই ************* শ‍্যামল মন্ডল ************ শীত বলে যাই চ'লে ঐ ভিন দেশে ---- আসবো আবার ফিরে হেমন্তেরই শেষে । পাকা ঘরে সুখে ছিল আলাল দুলালে , ফুটপাথ-বাসী যতো সকল'ই বেহালে । পিঠে-পুলি পায়েসে নবান্ন সুবাসে , অন্নহীনের ঘরে ছিল নিছক পরিহাসে । ছেঁড়া কাঁথায় জড়সড় কারো শুধু কম্বলে , ফুটপাথে ছিল যারা দেহ খানি সম্বলে । সর্ষের ফুল-গুলো ঝ'রে গেছে সব'ই, মাঠ ফেটে চৌচির নেই কলরব'ই । অনুজ বসন্ত তাই রেঙেছে পলাশে , গাছে-গাছে কচি পাতা রয়েছে প্রকাশে । কোকিলের কুহু ডাক ঐ শোনা যায় , আমার সময়ও তাই এখনি ফুরায় ।
Previous
Next Post »