মাশুল
শ্যামল মণ্ডল
************
ভুল হলে তা শুধরে নিতে
সময় করো ব্যয়,
নিজের শিক্ষা নিজেই নিলে
সেটাই হবে ন্যায়।
ভুলকে দিলে ধামাচাপা
সেথায় রবে ঠিক,
যদি রে ভাই সরে ধামা
সবাই দেবে ধিক।
দুষ্ট যে লোক দুষ্ট থাকে
রুষ্টতা তার ধন,
মিষ্টি লোকে মিষ্টভাষে
করে আলাপন।
আচার বিচার করতে পালন
হোক না যতই রাত,
আঁধারেও জ্বলবে আলো
ধরবে সবাই হাত।
দীন ভিখারি দুঃখীজনে
করতে পারো দান,
দু-মুঠো চাল দিয়েই দেখো
বাড়বে কত মান।
দালান কোঠা অর্থকড়ি
মণ্ডা-মিঠাই ঘি
এসব কিছুই থাকতে পড়ে
সঙ্গে নেবে কি?