গাঁয়ের ছবি
>শ্যামল মণ্ডল<
×××××××××××××
গাঁয়ের দিঘী পদ্মদিঘী
শালুক ফুলও ফোটে,
শালুক ফুলের কদর নাই
পদ্মের'ই তা জোটে।
নদীতে নাই জোয়ার ভাটা
চলে সাগর টানে,
নাওয়ের মাঝি ঊজানে বায়
ভাটিয়ালী গানে।
গাঁয়ের চাষির ভাত জোটেনা
খাচ্ছে শহরবাসী,
গাঁয়ের থেকেই শহরে যায়
বাড়ির কাজের মাসি।
নাম না জানা নানান ফুলে
গাঁয়ের'ই পথ সাজে,
লজ্জাবতী নিজের কাঁটায়
একাই মরে লাজে।
ঝোপের পাশে বনের মোরগ
হঠাৎ মারে উঁকি,
খরগোসেও শিয়াল দেখে
নেয় না কোন ঝুঁকি।
ময়ূর কোথাও পেখম তুলে
করে নাচানাচি,
ময়ুরী তার নেশায় মেতে
ঘোরে কাছাকাছি।
কাক শালিক ও ময়না টিয়া,
বাবুই চড়ুই পাখি,
সকাল বেলা গাছে-গাছে
করে ডাকাডাকি।
রঙ-বেরঙের প্রজাপতি
বসে ফুলে-ফুলে,
গিরগিটিও ঘাপটি মেরে
হঠাৎ'ই নেয় তুলে।
গাঁয়ের যে রূপ আমরা দেখি
অতি চমৎকার,
অন্দরে তার শূন্য সব'ই
দেহ কঙ্কালসার।
।