শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবি শ্যামল মণ্ডল শ্যামল অনর্গল - ঋদেনদিক মিত্রো

কবিতা : কবি শ্যামল মন্ডল শ্যামল অনর্গল 
[" Kabi Shyamal Mondal shyamal anargol",  a Bengali poem to a noted Bengal village-subject poet Shyamal Mondal by Ridendick Mitro ]
 
   ----------------------------------------- 
     --- ঋদেনদিক মিত্রো 

কবি শ্যামল লেখায় শ্যামল 
     লেখেন গ্রামের কথা, 
ছন্দে-ছন্দে ফুটিয়ে তোলেন 
     গ্রামের রূপের চ্ছটা! 

যে যাই লিখি শহর নিয়ে --- 
     অনেক কিছু লিখি, 
কিন্তু গ্রাম -ই আসল জিনিস, 
     সকল কিছুর স্মৃতি,  

সব শহর-ই গ্রাম ছিল গো, 
     সত্যিটা বললাম, 
গ্রামকে সবাই দিই না কেন --- 
     সব চেয়ে সেরা মান?  

গ্রামের থেকেই সকল কিছু 
      শহরেতে আসে, 
তবুও কেন শহরটাকে 
     সবাই ভালোবাসে?  

এমন কী ভাই শহরেতে 
     যত পাকা-বাড়ি, 
গ্রামের মাটি দিয়ে তৈরী --- 
     লক্ষ্য ইটের সারি,  

গ্রামের পুকুর, গাছপালা, কীট, 
     পশুপাখি, চাষা, 
গ্রামের কথা, গ্রামের পোশাক,  
     গ্রামের ভালোবাসা, 

গ্রামের রান্না, গ্রামের আদর, 
     অথিতিকে সেবা, 
গ্রামের শিক্ষা, স্বপ্ন, এসব -- 
    ভুলতে পারে কেবা?  

গ্রামের পাবন, মেলা, এসব --- 
    আলাদা সব পাওয়া, 
গ্রামের মাঠ দূর দিগন্ত -- 
   গ্রামের খোলা হাওয়া, 

গ্রামের গুরুজনের মুখে -- 
   কত স্মৃতি শোনা,  
গ্রামের দাওয়ায় জোৎস্না রাতে -- 
   রূপকথা হয় বোনা,  

গ্রামের বাজার, ইস্কুল আর 
    গ্রামের-ই শিক্ষক, 
বর্ষা-রাতে ঝিঁঝিঁ ডাকে, 
   এবং ব্যাঙের রব,  

গ্রামের বধূ,  পুকুর ঘাট আর  
   যাত্রা, পালাগান, 
সকল কিছু নিয়ে যেন -- 
   নেচেই ওঠে প্রাণ, 

এসব কথা আমরা যখন 
   ভুলে যেতে চাই, 
কবি শ্যামল মন্ডলের-ই  
   কবিতা যেই পাই -- 

সেসব পড়ে গ্রামকে চিনি -- 
   আবার নতুন করে, 
গ্রামকে আবার ভালোবাসি  
    গভীরে অন্তরে!  

গ্রামের ওপর লেখা যদি 
   এতোই সোজা হয়, 
গ্রামের ওপর কবির সংখ্যা  
   কেনই বেশি নয়?  

এই কথাটা ভাবলে তুমি -- 
   হয়েই যাবে চুপ,  
পল্লী-কবির লেখা পড়ে  -- 
   তখন পাবে সুখ,  

পল্লী কবি-র মানে তো নয় --- 
     মূর্খ,  অকর্মন্য, 
পল্লী-কবি তিনিই, যিনি 
    বোঝেন গ্রামের মর্ম,  

এই কথাটা  না বুঝেও -- 
   আমরা বলি  -- সভ্য,  
আসলে তো ভুলটা ধরেই 
   বাঁচা সহজ-লভ্য! 

গ্রামকে জানো, গ্রামকে পড়ো, 
   বইতে এবং মনে, 
তবেই তুমি শুদ্ধ হবে 
   জ্ঞানে, আচরণে!
 
কবি শ্যামল তেমনি কবি -- 
    গ্রামকে তিনি দেখান, 
গ্রামের প্রতি ভালোবাসা --- 
     কবিতাতেই শেখান! 

তিনি কেবল কবি তো নয়, 
    পত্রিকা সম্পাদক, 
সে-পত্রিকার নাম কি জানো, 
   নামটা কাব্যপট! 

মুদ্রণেও যেমন বেরোয়, 
    সত্যি সে মনোরম, 
ওয়েবসাইটে আবার বেরোয় 
    Kabyapot.com, 

তাই বিশ্বে অনেক দেশে -- 
     নামটি আছে তাঁর, 
বাংলা মাটির এই ছেলেকে -- 
     করি নমস্কার!


--------------------------------------------- 
  ( 21 : 13 রাত্রি 22 জুলাই 2021) 

   
    
     

Share :
Previous
Next Post »
একটি মন্তব্য পোস্ট করুন
Thanks for your comment