ওরা চাষি
শ্যামল মণ্ডল
************
বর্ষাকালে বৃষ্টি হবে
এ আর নতুন কীসে¡
বছর বছর ক্ষেতের ফসল
বানে'তে যায় মিশে।
জলে কুমির ডাঙাতে বাঘ
বিপদ পদে-পদে,
তবু ওরা চাষ করে যায়
ডাকুক না বান নদে।
চাষি মানেই গাঁয়ের গরিব
অতি সরল মতি,
হিংসা দ্বেষে নাই যে ওরা
চায় না কারো ক্ষতি।
ওদের মাথায় কাঠাল ভেঙে
খায় শহরের বাবু,
শিরদাঁড়া'টা শক্ত বলেই
হয় না ওরা কাবু।
থাকনা যতই দুর্বলতা
যতই বাঁধো ডোরে,
বাঁধন ছিঁড়ে ওরাই বাঁচে
কঠিন মনের জোরে।