মগজ
শ্যামল মণ্ডল
************************
কলম চলে মগজ তালে
মানুষ বেড়ায় খুঁজে ,
যেমন মগজ তেমন চালায়
কলমে মুখ গুঁজে ।
কলমে দেয় বিদ্যা বুদ্ধি
কতো জ্ঞানী গুণী,
কাটমানি খোর, মহাচোর আর
রক্তচোষা খুনি।
করছে চুরি কলম দিয়ে
রোজ হিসেবের খাতায়,
ঘুষের জোরে কলম ঘোরে
মিথ্যা মিথের পাতায় ।
কত যে গুণ এই কলমের
যায় না তো সব বলা,
কথায় কথায় করছে কলম
কত'ই ছলাকলা।
মাইনে তে যার পেট ভরে না
মগজে যার ধান্দা,
দোষীরা সব পার পেয়ে যায়
কলম''ই হয় বান্দা।
মানুষের তাই দোষ দেবো না
মগজ নাটের গুরু,
থামলে কলম নতুন করে
মগজ করে শুরু।