ছন্দময়
*শ্যামল মণ্ডল*
ছন্দে যেমন মধু আছে
মিষ্টি কথাও তাই,
তাইতো আমি সুযোগ পেলেই
ছন্দে লিখে যাই।
ছন্দে চলা সংসারেও
সুখের হাওয়া বয়,
ছন্দহীন আর ঝড় তুফানে
তফাৎ কিছু নয়।
ছন্দ ভেঙেই বন্যা আসে
ভাসায় বাড়ি ঘর,
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে
আপনও হয় পর।
গানের সুরও বেসুরে হয়
যন্ত্রী কাটে তাল,
নদীর ধারা ছন্দে চলে
সত্য চিরকাল।
দেহ মনে ছন্দ নাচে
সাগর নাচায় ঢেউ,
আমার লেখায় খুশি হবো
যদি নাচে কেউ।
**************************