শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

অতিমারী - শ্যামল মণ্ডল


     অতিমারী
>শ্যামল মণ্ডল <
ছয় বছরের দুইটি বছর
                 থাকলো ঘরেই শুয়ে,
দেখলো শুধু বেড়ার ঘরটি
                  কেমনে খেল উঁইয়ে।
মাঝে মাঝেই প্রশ্ন করে,
                উড়ছে তো সব পাখি¡
বাইরে কেন যাইনা মাগো,
                    ঘরেই কেন থাকি?
স্কুলে আর দাও না কেন
                     পড়াও কেন ঘরে?
খেলার মাঠে খেলার জন্য
                  মন,টা কেমন করে।
সারা'টা দিন বই নিয়ে তো
                   থাকি ঘরের কোণে।
হাত চলে না পা চলে না
                           ছটফটানি মনে,
দাও না মাগো ছুটি এবার
                            যাই চলে স্কুলে ,
নয় তো আমি হৃদয়'টাকে
                     নিজেই যাবো ভুলে।
আর পারিনা সইতে মাগো
                         কেঁদে ভাসাই বুক,
জানিনা মা কাঁদিয়ে আমায়
                      কেমন তোমার সুখ।
আমি তো মা ছোট্ট শিশু
                        তোমার বুকের ধন
বাইরে যেতে দেওনা কেন?
                      কীসের তোমার পণ?

চলছে এখন বিশ্বজুড়ে
                        কোভিড অতিমারী
বলতো সোনা বাইরে যেতে
                         আজ্ঞা দিতে পারি?
রোগ থামাতে লকডাউনে
                           চলছে সারা দেশ
তাই তো সবাই সাবধানেতে
                          ঘরেই আছি বেশ।
*************************

Previous
Next Post »