নাতনী নিয়ে রথের মেলায়
>শ্যামল মণ্ডল <
**************
নাতনী আমার হাটতে পারে
ছোট্ট কদম তালে,
পরীর মতো থাকলে ডানা
বসতো গাছের ডালে।
নাতনী নিয়ে রথের মেলায়
টানবো রথের দড়ি ,
চুড়ি মালা নাকছাবিতে
সাজাবো জলপরী।
খাস্তা গরম চপ সিঙারা
সঙ্গে পাঁপড় ভাজা,
রসগোল্লা সঙ্গী বলেই
কিনবো তিলের খাজা ।
নাতনী আমার মিষ্টি হাসে
মিষ্টি কথা কয়, ,
নাতনীরে তাই সঙ্গে নিয়ে
ঘুরবো মেলাময়।