ইচ্ছে গুলো
শ্যামল মণ্ডল
***********
ইচ্ছে গুলো মনের মাঝে
কুটুর-কুটুর কাটে,
স্বপ্নে দেখা ফানুস গুলো
উড়তে গিয়েই ফাটে।
ভোট এলে যা স্বপ্ন দেখায়
রাজনীতির ঐ নেতা,
ভোটের পরেই সব ভুলে যায়
নিজের বাড়ায় কেতা।
পুঁজিপতির বাড়-বাড়ন্ত
কাদের ছত্র-ছায়ায়?
গরিবে হয় আরও গরিব
পড়ে নেতার মায়ায়।
মিথ্যে কতো ভাষণ দিলে
তোতার মতো বুলি,
আন্দোলনে এখন কেন
চালাও লাঠি-গুলি?আমজনতা আলু ভাতে
সঙ্গে পিঁয়াজ লঙ্কা ,
সবার এখন ভুল ভেঙেছে
বাজাবে তাই ডঙ্কা।
নিজের মনের ইচ্ছে গুলো
দাবিয়ে মনেই রাখি,
সামনে আবার আসবে তো ভোট
কয়েক বছর বাকি।
এই কটা দিন ইচ্ছে গুলো
থাকুক মনে জমা,
তুমি নেতা প্রণাম নিও
করে দিও ক্ষমা। 🙏