শূন্য খাতা
*শ্যামল মণ্ডল*
চোখে কেন জল এসে যায়
ভাবলে আমার ভবিষ্যৎ,
যোগ-বিয়োগে শূন্য খাতা
থাকতে তবু চাই গো সৎ।
বর্তমানে যা ভাবি তাই
চাওয়া পাওয়ার কিছুই নাই,
সৎ পথে পাই দুমুঠো ভাত
হৃদয়েতে শান্তি পাই।
পিছনে যা রইলো পড়ে
আঁকাবাঁকা গভীর খাত,
সামনে নজর দিলেই আমার
দিন হয়ে যায় আঁধার রাত।
অর্ধশত বর্ষ হল
বুদ্ধি-সুদ্ধি হল কই ¡
ছলাকলায় বুদ্ধি চালায়
তেমন মানুষ আমি নই।
পঞ্চাশেতেই চলে গেল
বেসরকারি চাকরিটা,
আবার হবে নতুন কোথাও
বদলে যাবে পাগড়িটা।
সেই আশাতেই দিন গুণে যাই
নতুন কিছু হোক,
সত্যের জয় হবে যেদিন
ভুলবো সেদিন শোক।