শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

করোনায় বাঁচতে

করোনায় বাঁচতে
*********
শ্যামল মণ্ডল
************
নিজে বাঁচলে বাপের নাম
এই কথাটির ভীষণ দাম,
করোনাকে করতে কাত ,
বারে বারে ধোবে হাত
মাস্ক না হলে চলবে গো ভাই,
নাক মুখেতে রুমাল চাই।
বাইরে যাওয়া বন্ধ হোক
ঘরেই থাকো ঘরের লোক।
দুরত্ব থাক  তিন চার ফুট
করতে  বাজার থাকবে ছুট
আত্মীয়জন কুটুম ঘর
মিলন হবে কদিন পর।

এখন সবার একই ধর্ম
পালন করো স্বাস্থ্যকর্ম।
অন্ন যোগান বন্ধ হলে
হোক যোগাযোগ টেলিফোনে
সরকারি সব যোগান আছে
পৌছে যাবে সবার কাছে।
সর্দি কাশি হালকা জ্বরে
থাকবে তখন একলা ঘরে।
হোক বা না হোক ঐ করোনা
সাবধানতায় ভুল কোরো না।
🌀🌀🌀🌀🌀🌀🌀🌀🌀

Previous
Next Post »