শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

হে মহাজন



🙏হে মহাজন🙏

✍️শ্যামল মণ্ডল✍️

করোনা রোগের ভয়াল ঠাটে,
কাজ কর্ম তো উঠলো লাটে
হায় ভগবান হবে কী যে
দিনমজুরে খাবে কী যে
কোথায় পাবে টাকা।
পেটের দায়ে লোকের দ্বারে,
হাট বাজারে, পথের ধারে
কাপড় জামা নোংরা ফাঁটা
পথ ভিখিরির বিঁধলো কাঁটা
কোথায় পাবে টাকা।
এই বিপদের আপদ থেকে
সবাই তো চাই রেহাই পেতে
চিন্তা শুধু একটাই যে
খাদ্য যোগান দেবে কে!
কোথায় পাবে টাকা!
হে মহাজন হে গুনিজন
দেশ সেবাতে হও নিয়োজন
অল্প হলেও সাধ্য মতন
আর্তে করো সেবা যতন
ঘোরাও দেশের চাকা।



Previous
Next Post »