শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বিশ্বাস

🙏বিশ্বাস🙏

✍️শ্যামল মণ্ডল✍️
বিশ্বাস সে তো নিজের কাছে
রোগ সারাবে ডাক্তারে,
বাদ বিবাদে ভরসা থাকে
উকিলে আর মোক্তারে,
তবে বিশ্বাস করি কারে!
ব্যবসায়ী তো ব্যবসা করে
খদ্দেরে তা নেয় কিনে,
ক্ষেত খামারে ফলায় চাষি
জল তুলে দেয় মেশিনে,
তবে বিশ্বাস করি কারে।
বৃষ্টি ভাসায় পুকুর নদী
মাছ তো ধরে জেলে,
দিনমজুরের খাদ্য মেলে
মাথার ঘাম পায়ে ফেলে,
বলো বিশ্বাস করি কারে।
ভয়ানক এক ভাইরাস জ্বর
করোনা ভয়ে বন্ধ দুয়ার,
প্লেন জাহাজ বন্ধ এবার
বন্ধ অফিস হাট বাজার,
খুলবে সে দ্বার সাধ্য যে কার,
সাবান মাস্কই শেষ বিচার,
বলো দোষটা দেব কারে!!



Previous
Next Post »