শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

বেচাকেনা


বেচাকেনা
🌱 🌱 🌱 🌱
শ্যামল মণ্ডল
**********
বেচে দাও যা আছে
কেঁচে দাও নয় তো,
সুযোগও আছে তো
কিছুদিন হয় তো,
কাঁচা ঘুম ভেঙে কেউ
জাগবে না এখনো,
হাট খোলা দরজা
খেয়ে যাও মাখনও,
লুটেপুটৈ খেয়ে নাও
চেটে নাও স্বাদ,
রেখে দাও ফুটো থালার
পরে থাকা খাদ ।




ঘুমও ঠিক কেঁচে যাবে
খিদে পায় যদি,
ততদিনে খাল বিল
খালি হবে নদী।
জাল ছিঁড়ে বড় মাছ
যায় যদি যাক,
ছোট ছোট চুনোপুঁটি
তাই পরে থাক।
স্বপ্নের ঘুম ভেঙ্গে
যদি শোনে এ কথা ,
থাকবে কী তখনও
বেচাকেনা ক্ষমতা!






-শ্যামল মণ্ডল
Previous
Next Post »