শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কিছু হিসাব






নিস্পাপ কলঙ্কহীন অথচ নানা দুর্দশায় জর্জরিত তার মানে গতজন্মের পাপের শাস্তি, এজন্মে যারা মহাসুখ ভোগ করছেন এটা তাঁদের গতজন্মের পূণ্যফল, তা এজন্মের মহাসুখী যদি এজন্মে আরো বেশি নিস্পাপ জীবন কাটাতে পারেন তবে তো তাদের জন্য পরজন্মে স্বর্গ-সুখ অনিবার্য। 'জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর' যদি এই বাণী স্বীকার করা হয় তাহলে জাত-পাত নিয়ে ঝগড়া বাঁধানো কেন ! রক্তের প্রয়োজনে যদি রক্তের রঙ ও দাম একই হয় এবং রক্ত নেওয়ার সময় সব জাতের রক্ত যখন মিলেমিশে যায়, কার শরীরে কার রক্ত প্রবেশ করলো তা কেউ দেখি না কারন সেটা হল বেঁচে থাকার জন্যে। যার ফল-স্বরূপ মানব ধর্ম প্রাপ্ত এক নতুন জাতের সৃষ্টি হওয়া উচিত নয় কী?




Previous
Next Post »