শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

ভুতের দেখা



ভুতের দেখা
🗿🗿🗿🗿
শ্যামল মণ্ডল
************
শ্যাওরা তলা সন্ধ্যা বেলা
সেথায় বসে ভুতের মেলা
সবাই তো তাই বলে,
খেলার শেষে উর্ধ্বশ্বাসে
যেই এসেছি বাড়ির পাশে
শ্যাওরা গাছের তলে,
ঠিক তখনই ভুত দেখেছি,
ইয়া বড় ঠ্যাং দেখেছি,
খ্যাংরা মতো খাঁচা,
বুকের মাঝে ধরাস করে,
উঠলো কেঁপে হঠাৎ করে,
কেউ আমারে বাঁচা।
এই বিপদে কেউ দেখে না,
দৌড় লাগাবো! অবশ যে পা
হায়রে করি কী যে ,
ডাকছি জোরে শুনছে না কেউ,
কুকুর গুলোও দে করছে না ঘেউ,
ঘামেই গেছি ভিজে।
ধরলো বুঝি হাত বাড়িয়ে,
আমিও আছি ঠায় দাঁড়িয়ে,
ঘাড় ঘোরাতেই! একি!
ভুত টুত তো ও কিছু নয়,
এমন কাণ্ড প্রায়শ'ই হয়,
ঘুমেই স্বপ্ন দেখি।
Previous
Next Post »