শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

করোনায় করণীয়

করোনার করাল গ্রাসের হাত থেকে ভারতবাসীকে রক্ষা করতে জাতি ধর্ম নির্বিশেষে সকলেই সচেতন হোন, ঘর বন্দি হয়ে পরিচ্ছন্নতার উপাসনা করুন। ফোনে ফোনেই প্রতিবেশী বা আত্মীয়ের খোঁজ রাখুন। সংঘবদ্ধ অনুষ্ঠান বা সমবেত হওয়া থেকে বিরত থাকুন। প্রতিঘন্টায় হাত পরিস্কার করুন। বাইরের জুতো বাইরে রাখুন। নাকে মুখে হাত দেবেন না। প্রত্যেকে কমপক্ষে ৩-৪ হাত দুরত্ব বজায় রাখুন। দুর দেশ বিদেশ থেকে কেউ এলে প্রসাশনকে খবর দিন। ঠাণ্ডা, কাশির লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। হাঁচি বা কাশি হলে মাস্ক বা কাপড় ব্যবহার করুন।
সকলেই এ লড়াইয়ে সামিল হয়ে মানব জাতিকে রক্ষা করুন।




Previous
Next Post »