শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

শেষ বেলা (২)


শেষ বেলা



*********
শ্যামল মন্ডল
💌💌💌💌💌
💜💜💜💜💜
দিন গুলো গেল চলে
আগোছালো হয়ে ,
বছরও পেরিয়ে গেল
একা বোঝা বয়ে ।
ভেবেছিলাম হিসাবে
লেখা যাবে রয়ে ,
অজানারে জানা হবে
আশা মনে লয়ে ।
আপনাপন যা কিছু
স্বাভিমানে রবে ,
দু:খ গ্লানি ভুলে গিয়ে
সুখী মন হবে ।
অনাচারি কালো দাগ
আজো গেল রয়ে ,
ধুলো জমা মরীচিকা
সব গেল সয়ে।
বাকি বাকি সব বাকি
বাকি কার কাছে !
বসে ভাবি শেষ বেলা
আরো বাকি আছে ।
খুশি মনে চলে যাই
মন তাই চায় ,
অসময়ে এসে কেন
ভেবে মরি হায় ।।



Previous
Next Post »