শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

করোনা করো ধ্বংস

করোনা করো ধ্বংস
*****************
শ্যামল মণ্ডল
**************
ঘরে থাকুন সুস্থ থাকুন
ফোনেই সবার খবর রাখুন 
বাইরে গেলেই ভয়
কী জানি কী হয়।

রোগ ছোঁয়াচে মহামারী
থাকব সবাই বন্দি বাড়ি 
বাইরে গেলেই ভয় 
যদি করোনা হয়!

রোগ যে বড় ভয়ংকর
বন্ধ রাখো দোকান ঘর
হাত বদলে ভয় 
করোনা তো নয়!

কর্মহীনের বন্ধ ঘরে
কেমনে খাবার যোগার করে
কী জানি কী খায়
অর্থ কোথায় পায়

নাকের জলে হ্যাঁচ্চো হাঁচি
শ্বাস কষ্ট ও সঙ্গে কাশি
করোনা তো নয়! 
একটু নয় ভয়। 

সে ভাবনা সরকারের
বলুন কথা দরকারের
বাইরে পুলিশ কত
বলুন কথা যত।

না খেয়ে কেউ মরবে না
বাইরে রোগে ছাড়বে না
লকডাউনের ফন্দি
তাইতো ঘরে বন্দি

এই কটা দিন এমনি করে
ধৈর্য্য ধরে থাকুন ঘরে
করোনা রোগের বংশ
হবেই এবার ধ্বংস। 

 
-শ্যামল মণ্ডল
Previous
Next Post »