শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

করোনায় : যেও না কেউ বাইরে

যেও না কেউ বাইরে 
******************
শ্যামল মণ্ডল 
************
বাঁচতে গেলে ভাইরে
যাবো না কেউ বাইরে,
লকডাউনে নিজের মতো
থাকবো ঘরে তাই রে, 
যাবো না কেউ বাইরে।

দুষ্ট কিছু নোংরা মতি
বাইরে ঘুরে করছে ক্ষতি
পুলিশ তাদের করবে যতন
ভাবনা কোন নাই রে, 
যাবো না কেউ বাইরে।

থালা বাজাই ঘটি বাজাই
মোমবাতিও যতই জ্বালাই
রোগ টা মোটেই নয় তো ছোট 
তাইতো করে ভয় রে
যাবো না ঘরের বাইরে।

ঠাটে বাটে ভীড় বাজারে
ঘুরছে যে জন বলবো তাঁরে
ছোঁয়াচে এ রোগ মহামারী
লকডাউনে থাকো রে
যেও না ঘরের বাইরে ।

- শ্যামল মণ্ডল
Previous
Next Post »