
কবিতা : গুরুদক্ষিণা
গুরুদক্ষিণা
*******
শ্যামল মণ্ডল
✍️✍️✍️✍️✍️
বিদ্যালয়ের মিলন মেলা
শিক্ষার নিকেতনে,
দেশের গঠন শিখব মোরা
বিদ্যার আহরণে।
নূতন গ্রাম উচ্চ বিদ্যালয়
সৃষ্টিকে দিক ভরে,
শিক্ষা গুরুর অমূল্য দান
রাখব শিরের প'রে।
গুরু দক্ষিণা মিটিয়ে যাব
সারা জীবন ধরে,
গডব মোরা সুস্থ জাতি
সমাজ সেবার তরে।
নিরক্ষর আর কেউ রবে না
শহর কিংবা গ্রামে,
শিক্ষা শেষে সবাই মিলে
জ্বালব আলোক যামে।
অক্ষর জ্ঞানে বুদ্ধিবলে
সাজব নূতন বেশে,
করছি এ পণ শিক্ষার এ ধন
বিলিয়ে দেবো দেশে।
********************************
