শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : তড়পানি'তে ঝাল

তড়পানি'তে ঝাল *************** শ্যামল মণ্ডল *********** কে মরছে?কে খাচ্ছে? তড়পানি তে ঝাল, কে দেখছে! কে বুঝছে! বাঁধে যে গোলমাল । পেট ভরাতে খাদ্য তো নাই জাত'টা বেচে থাক, করছে পরের যাত্রা ভঙ্গ নিজের কেটে নাক। বদ হজমে চোঁয়া ঢেকুর বাথরুমে নাই জল, কাল সকালে বদলে যাবে ভাঙলে যাঁতাকল। স্বপ্ন দেখা পিঠে-পুলি সঙ্গে খেজুর গুড়, বাস্তবে তা বড়'ই কঠিন কন্ঠ ভাঙা সুর। ঘুষের টাকায় পকেট ভারী পরের ধনে বুঁদ, মহাজনের কারবার'টাও দিচ্ছে ভালো সুদ। আইন প্যাঁচে ঘুর্ণি ঝড়ে উড়বে কত ঘর, কেউ বা রবে আপন হয়ে কেউ বা হবে পর। -শ্যামল মণ্ডল
Previous
Next Post »