শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : কেন!


কেন! ***** শ্যামল মণ্ডল ************ পূর্ণিমার ঐ চাঁদ উঠেছে জ্বলছে নিয়ন আলো, আলো'তেও মানবজাতির যায় না মনের কালো। ধূসর ধোঁয়ায় এই চরাচর আঁধারে মজ্জিত , ধর্ম ও জাত বিভেদে আজ হিংসা'তে সজ্জিত। আয়না দিয়েও কেউ দেখে না বেকার ঘরে ঘরে , ঋণের দায়ে জর্জরিত গরিব চাষি'ই মরে । দুমুঠো তো ভাত জোটে না অন্নদাতাও নাই , তবুও কেন জাত-বিজাতে লড়াই করে যাই!!!
Previous
Next Post »