শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : স্মৃতি

স্মৃতি ***** শ‍্যামল মন্ডল *********** আজো কেন ম'নে প'ড়ে সেই ছোটবেলা , একসাথে মিলে মিশে হ'তো নানা খেলা । কাপড়ের গোলা দিয়ে ছোট ফুটবলে , মাঠে গিয়ে পায়ে পায়ে সেই বল চলে। দশ খানি খোপ কেটে মাঝে তার দাঁড়ি , গাদ্দির খেলা শেষে ফিরতাম বাড়ি । কবাডির মাঠে ভরা হাডুডুর গীতে , ভলীবল খেলা হ'তো এই ভরা শীতে । ভরা গাঙ মাঝে গিয়ে ঊজানেতে চলা , ধরা প'রে মাঝে-মাঝে খেত কান-মলা । এক সাথে মিলেমিশে সব ছেলে-মেয়ে, পিঁপড়ের সারি যেন আলপথ বেয়ে। লেখা-পড়ায় ফাঁকি দেবে? পিঠ লাল বেতে, টিফিনে ঝাল মুড়ি পাওয়া যেত খেতে। এই ভাবে ছোটবেলা হারিয়ে যে গেল , সূর্য'ও পাট এ গিয়ে লাল আভা পেলো। ©শ‍্যামল মন্ডল
Previous
Next Post »