শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : পথ-শিশু (৪)

পথশিশু
শ্যামল মণ্ডল ***************** ফুটপাতে কঙ্কর শয্যায় পথশিশু হু হু করে কান্নায় , শীতকালে কনকনে জড়তায় কু্ঞ্চন অঙ্কিত ঠাণ্ডায় । ব‍্যথাতুর দুরাশায় বাঁচে ওরা বাবুদের কিঞ্চিৎ ভরসায় , ধুলিময় পঙ্কিল বিছানাতেই দিবানিশি এমনি আসে যায়। ছেঁড়াকাঁথা আনমনে সরে যায় স্বপ্নের ঘোরে থাকে বাসনা, মায়ের আঁচল খুঁজে খুঁজে ফেরে বারে-বারে ছিন্নতার যাতনা। নিকটে শয়নে মগন দোসর কঙ্কালসার কতগুলি প্রাণ, অনাথের অনাহারে থাকাটাই ঈশ্বরের যেন এক বড় দান। সৃষ্টিকারের সৃষ্ট ওরা চিরকাল এমনই ফুটপাতে রয়ে যায় , শীত গ্রীষ্ম বর্ষা সব একাকার মাতা-পিতা পরিচয় হীনতায়।।
Previous
Next Post »