শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : ভেতো বাঙালি

ভেতো বাঙালি
************

শ্যামল মণ্ডল
************
ভেতো বাঙালির মনের কথা
            ডান-বামেরা'ই জানে,
মিটিং মিছিলে ছুটছে সবাই
             উজান ভাটির টানে।
গল্প দাদুর আসর জমে
          বাজলে ভোটের বাদ্য,
হয়নি যোগান পানের জলও
           পায় না পেটের খাদ্য,
তাদের ঘরের খবর নিতে
           আসবে দলের লোকে,
সান্তনা আর প্রতিশ্রুতি,
       থাকবে না কেউ শোকে।
ভীর জমানো গণমিছিলে
               ফুটবে কথার বুলি,
ভোটের শেষে ভোটার বোঝে
            সব ছিল তো ভুল'ই।
ভোট ফুরালে ভোটার ছোটে
           লাগতে নতুন কাজে,
কোথায় গেলে কাজ'টি পাবে
           কেউ তো বলে না যে।
তবুও দেখো গণমিছিলে
           শুকনো মুখের মেলা,
তাদের নিয়ে সারা বছর
            চলছে নানান খেলা। 
Previous
Next Post »