শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

পকেটমার;সাবধান

পকেটমার; সাবধান
🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️🧟‍♂️
শ্যামল মণ্ডল
💥💥💥💥
লোকাল ট্রেনে সফর!
নাও শুনে এ খবর,
শ্রীরামপুর থেকে বালী
হচ্ছে পকেট খালি,
পকেটমারের দলে
জাল বিছিয়ে চলে ।
লোকাল ট্রেনের গেটে
থাকবে ওরা সেঁটে।
কৃত্রিমতার ভীড়ে
পকেট নেবে ছিঁড়ে
ছেঁড়া কাগজ, টাকা,
করবে ওরা ফাঁকা ।
দেখতে যদি চাও,
আজকে চলে যাও।
ফাঁকা সারা বগি
গেট ভরাবে ঠগী।
চরবে এলে ট্রেন!
খুলবে ব্যাগ ও চেন।
রাখবে ও ফোন যেথা
দেখবে ওদের কেতা ।
হয়তো হ্যাংলা মুখো,
নয়তো পাগলা সুখো,
বাবুর মতো বেশ
উলোট বাঁধা কেশ।
লক্ষ্যে ওরা এক
করবে বেছে ট্যাগ।
নানান রূপে থাকে
ধরবে গিয়ে কাকে ¿
বুদ্ধি যদি রাখো
ফাঁকায় গিয়ে থাকো।
ওরাও চলে বুঝে
গরিব'কেই নেয় খুঁজে।
কারন' টা কী জানো?
আমার কথা মানো।
দেখলে সিধাসাধা
ভাবে! আস্ত গাধা,
এঁর পকেট'ই মারো
বাদবাকিদের ছাড়ো।
দলবলে সব হামলে
নেবেই ছিঁড়ে খাবলে ।
দমদমে যার শুরু
ব্যারাকপুরে'ই শেষ

Previous
Next Post »