শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

সময় হোল না

সময় হোল না ********** শ্যামল মণ্ডল ********* আমার সকাল হোল দিন ফুরালো সন্ধ্যা হোল কালো, আলোর নেশায় ঘুরে ঘুরে রাত ফুরিয়ে গেল। কোনটা ভালো কোনটা যে ঠিক বোঝাই গেল না, আমার সময় হোল না। কেউ বলেনি পথের দিশা কোন পথে যে যাই , টালমাটালে চলছে জীবন অন্ধ এজন তাই। থাকতে সময় আপন তো কেউ খবর নিল না। আমারও সময় হোল না । হৃদয়ে প্রেম নিরুত্তাপে ঘুম ভেঙ্গে তো জাগেনি, সোহাগ ভরে আদর করে কেউ কখনো ডাকেনি, ঋতুর পরে ঋতু আসে সব ঋতু দেয় ছলনা, আমার সময় হোল না। সামনে পিছে আঁধার ঘনায় কে দেখাবে আলো, স্বার্থ ছেড়ে কেউ বলবে না ঐ পথটা ছিল ভালো। নিজেকে যে করব উজার সেই সুযোগ আর হবে না আমারও সময় হোল না ।
Previous
Next Post »