শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : বুদ্ধিজীবী


.বুদ্ধিজীবী ******** শ্যামল মণ্ডল *********** গণ্যমান্য বুদ্ধিজীবী, সমাজ কারিগর, চলছে এখন খিস্তি খেউর রাজনীতিতে ঝড়। লিখতে গেলে কলম ভাঙে বলতে যে খায় গোঁত্, কদর্যতায় মুখের ভাষা গণ্ড বিশারদ। তাদের কাছে শিক্ষা নিয়ে চলতে হবে আজ! তবেই নাকি শুদ্ধ হবে বুদ্ধিজীবীর কাজ! নির্বোধেরে কে বোঝাবে কেমনে জাগে বোধ, বুদ্ধিজীবীর অমূল্য দান যায় না করা শোধ। কুটকচালে বুদ্ধিজীবী থাকেন সদাই ধীর, বাস্তবতায় বসত করেন তাইতো কলম বীর। মিথ্যা মিথে যায় না গড়া বুদ্ধিজীবীর বেশ, জ্ঞানের জোরেই কলম চলে তাতেই গড়ে দেশ। -শ্যামল মণ্ডল
Previous
Next Post »