
কবিতা : কাটবো না রা মুখে
কাটব না রা মুখে
*************
শ্যামল মণ্ডল
***********
পথে পথে'ই চলছি খুঁজে
হোকনা ব্যথা হাটুতে,
সামনে পেয়েও থমকে দাঁড়াই
পাস কেটে যাক চাটুতে ।
লম্ফ দিয়ে ঠিক মেরে দেয়
তেল মাখানো সলতেকে,
বলছে আবার খুব চেঁচিয়ে
দীপটা আগে জ্বলতে দে।
বদ হজমে পড়বে ঠিক'ই
পড়বে ধরা চালাকি,
বুক জ্বলুনি গ্যাসটা বাড়ুক
বুঝবে তখন জ্বালা কী ।
যায় না তো দিন সবার সমান
দিন বদলের পালাতে,
সব ফুলে তো পায় না পুজো
হয় না গাঁথা মালাতে।
ছল করে তো কয়লা ছাড়া
বস্তা বোঝাই হবে না,
হাতের মুঠোয় উঠলে হীরে
কয়লার ও মান রবে না।
মনের সুখে হাসবো সেদিন
থাকবো কিছু দুরে তে,
চুপ করে তাই থাকাই ভালো
কাটবো না রা মুখেতে।
-শ্যামল মণ্ডল
