শ্যামল মণ্ডলের কবিতা পড়ুন

কবিতা : শ্যামল মণ্ডল


রক্তধারা বয়ে চলে বংশ পরম্পরায়, প্রাণ বায়ুতেই বদল শুধু সময় যখন ফুরায় । পশু পাখি কীট-পতঙ্গ বৃক্ষ গুল্মোলতা, জন্ম মৃত্যু এক দেহতেই এটাই আসল কথা। কার যে কখন আসবে সময় নীভবে জীবন বাতি, ধন-দৌলতও ছিনিয়ে নেবে থাকবে শুধুই খ্যাতি। সকল জীবে বেড়ায় খুঁজে নিজেই নিজের খাদ্য, বুদ্ধিমানী মানুষ বাজায় জাত-বিজাতের বাদ্য।
Previous
Next Post »